You have reached your daily news limit

Please log in to continue


দিল্লির অশান্তিতে বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি ঘিরে অশান্তির ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২৬ জানুয়ারি অশান্তির ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে দেশের শীর্ষ আদালতে একাধিক পিটিশন দাখিল করা হয়েছিল। এদিন সেই সব আবেদন খারিজ করতে গিয়ে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য উল্লেখ করেছে আদালত। 'আইন তার পথেই চলবে', সর্বদল বৈঠকে এমন মন্তব্যই করেছিলেন মোদী। উল্লেখ্য, ট্র্যাক্টর র‍্যালি ঘিরে প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। পুলিশ-কৃষক সংঘর্ষে ধুন্ধুমার কাণ্ড ঘটে। দিল্লির সিংঘু সীমানায় পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগ উঠেছিল বিক্ষোভরত কৃষকদের বিরুদ্ধে। পরিস্থিতি আয়ত্তে আনতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। পাশাপাশি কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। মধ্য দিল্লির ITO-তে পুলিশের বাস ভাঙচুরেরও অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। পুলিশি ব্যারিকেড ভেঙে লালকেল্লা দখল করেন কৃষকরা। লালকেল্লার মাথায় উঠে নিজেদের পতাকাও টাঙিয়ে দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন