ঢাকায় টাকার হাট

বার্তা২৪ গুলিস্তান প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৮

সাধারণত শৈশব থেকে দেখে এসেছি গ্রামে-গঞ্জে নদীর আশেপাশে বা পুরনো বটবৃক্ষের ছায়ায় সাপ্তাহিক হাট বসে। সেই হাটে বাতাসা গুড়ের জিলাপিসহ মুখরোচক খাবার এবং হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসে থাকেন দোকানিরা।

বান্ডেলে বান্ডেলে চকচকে নতুন নোট নিয়ে বসে থাকেন বিক্রেতারা
তাই হয়ত গ্রামের হাট, পশুর হাট- এমন অনেক হাটের নাম শুনে থাকবেন। কিন্তু ‘নতুন টাকার হাট’ হয়ত প্রথম শুনছেন। হ্যাঁ- নতুন টাকা বিক্রির হাটও রয়েছে। যেখানে বান্ডেলে বান্ডেলে চকচকে নতুন নোট নিয়ে বসে থাকেন বিক্রেতারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও