কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জামালপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলো বকশীগঞ্জ প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১২

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ হয়েছে। এ ঘটনায় কনের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজার হস্তক্ষেপে বিয়ে বন্ধ করা হয়।

ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপনে উপজেলার পৌর এলাকায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে ইউএনও বাল্যবিবাহ আয়োজনের খবর পান। পরে ইউএনওর হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে কনের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও