![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2014%252F09%252F11%252F3c1e8d1dfc694da6e025bbd3beb78f00-5.jpg%3Frect%3D0%252C45%252C400%252C210%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
নেদারল্যান্ডসে পাটপণ্য রপ্তানির নামে প্রতারণা
নেদারল্যান্ডসের ইন্টারবাল্ক প্যাকেজিং বিভি নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে পাটের বস্তা রপ্তানির চুক্তি করেছিল বাংলাদেশি রপ্তানিকারক সেকেন্ডস ইন্ডাস্ট্রি লিমিটেড। এ জন্য অগ্রিম টাকাও নিয়েছিল। তবে পাটের বস্তা রপ্তানি করেনি। তিন মাসের বেশি সময় ধরে যোগাযোগও করছে না।
এই পরিস্থিতিতে গত সপ্তাহে ডাচ প্রতিষ্ঠানটি বাংলাদেশকে জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী পণ্য কিংবা আগাম দেওয়া টাকা ফেরত না পেলে তারা বাংলাদেশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করবে। ইন্টারবাল্ক প্যাকেজিং এরই মধ্যে তথ্যপ্রমাণসহ নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসকে চিঠি দিয়ে বিষয়টি সুরাহার অনুরোধ জানিয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- প্রতারণা
- অভিযোগ
- রফতানি
- পাটপণ্য