এনডিবিতে যোগ দিচ্ছে বাংলাদেশ
ব্রিকস জোটের উদ্যোগে প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) বাংলাদেশ শিগগিরই সদস্য হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এনডিবির সদস্য হওয়ার জন্য যেসব শর্ত দেওয়া হয়েছে, তার সব কটিই বাংলাদেশের রয়েছে। তাই আশা করছি, শিগগিরই বাংলাদেশ এনডিবির সদস্য হতে পারবে। গতকাল মঙ্গলবার এনডিবির সভাপতি মার্কোস প্রাদো ট্রয়জোর সঙ্গে অনলাইনে এক সভায় অংশ নিয়ে অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।
অনলাইন সভায় অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এনডিবির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনডিবিতে বাংলাদেশের ভূমিকা, নতুন ব্যাংকের ঋণের শর্ত কী হবে, বিনিয়োগের খাত কী—এসব বিষয় নিয়ে সভায় আলোচনা হয়। এনডিবির সদস্যভুক্তির মূল কার্যক্রমে অংশগ্রহণ করতে একটি কারিগরি কমিটি গঠন করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।