কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশে প্রতি বছর ২৮ লাখ টন ই-বর্জ্য উৎপন্ন

ইত্তেফাক প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪০

তথ্য প্রযুক্তি প্রসারের সঙ্গে দেশে বাড়ছে ইলেকট্রনিক বর্জ্য। দেশে প্রতি বছর ২৮ লাখ মেট্রিকটন ই-বর্জ্য উত্পন্ন হয়ে থাকে বলে এক প্রতিবেদনে বলা হয়। একই সঙ্গে প্রতি বছর ২০ শতাংশ হারে বাড়ছে ইলেকট্রনিক বর্জ্য। এসব বর্জ্য ব্যবস্থাপনার জন্য নেই কোনো নীতিমালা।

বক্তারা বলেছেন, অবিলম্বে ই-বর্জ্য ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট নীতিমালা এখন সময়ের দাবি। তাদের মতে, এসব বর্জ্যে সীসা, পারদের মতো আরো অনেক ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি সম্পর্কে জানা গেছে। যা মাটি, পানি, বায়ু দূষণের পাশাপাশি এর ওপর নির্ভরশীল মানুষের জীবনকেও বিপর্যস্ত করে তুলতে পারে। তথ্য প্রযুক্তির প্রসারের কারণে ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং মানুষের চাহিদা বৃদ্ধির কারণে ই-বর্জ্যের পরিমাণও বৃদ্ধি পেয়েছে যা নতুন করে পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও