![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F320x179x1%2Fuploads%2Fmedia%2F2018%2F10%2F17%2F9ab947489f4cc776194fc01722407bbd-5bc741cd30bf6.jpg%3Fjadewits_media_id%3D400011)
শিক্ষার্থীর বয়স কমানোর সুযোগ থাকছে না
ইচ্ছেমতো শিক্ষার্থীর বয়স কমানোর সুযোগ রাখছে না সরকার। প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তির সময় জন্মনিবন্ধন সনদ জমা দিতে হবে। আর ওই জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী পাবলিক পরীক্ষার রেজিস্ট্রেশন করা হবে। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পণ্ডিত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি প্রাথমিক শিক্ষা অধিদফতরকে। তারা এটা বাস্তবায়ন করবে।’