বাংলায় স্কুল-কলেজ খুলছে কবে? গুরুত্বপূর্ণ ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
করোনার আতঙ্ক কাটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে ফের স্কুলের দরজা খুলতে চলেছে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শারীরিকভাবে উপস্থিতির মাধ্যমে শ্রেণিকক্ষে পঠনপাঠন শুরু হতে পারে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তবে সমস্ত শ্রেণির পড়ুয়াদের জন্য আপাতত স্কুলের দরজা খুলছে না হয়তো। প্রাথমিকভাবে উঁচু ক্লাস অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে আসার ছাড়পত্র দিয়েছে সরকার। প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি চলতে পারে সাধারণ পঠনপাঠন। সব দিক বিবেচনা করে অভিভাবকদের অনুমোদন স্বাপেক্ষে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।