৪৮ ঘণ্টা পর বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি সচল
ভারতের পেট্রাপোল বন্দরের ‘জীবন জীবিকা বাঁচাও’ নামে একটি কমিটির পাঁচ দফা দাবির মধ্যে দুই দফা দাবি মেনে নেয়ায় ৪৮ ঘণ্টা পর পেট্রাপোল-বেনাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি সচল হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় শুরু হয়েছে দুই দেশের মধ্যে স্বাভাবিক আমদানি-রপ্তানি বাণিজ্য।
সংগঠনটির মেনে নেয়া দাবি দুটি হলো- আগামী ২০ ফেব্রুয়ারি থেকে পেট্রাপোল চেকপোস্টে হ্যান্ড কুলিরা কাজ করতে পারবে এবং পণ্যবাহী ট্রাক বেনাপোল-পেট্রাপোল বন্দরে রেখে ট্রাক চালকরা পায়ে হেঁটে এপার ওপার যাতায়াত করতে পারবেন।