সামরিক সক্ষমতা বাড়াতে এফ-১৬ উন্নত করছে তুরস্ক
সামরিক সক্ষমতা বাড়াতে দীর্ঘ সময় ব্যবহারের জন্য এফ-১৬ যুদ্ধবিমানকে উন্নত করছে তুরস্কের সামরিক বাহিনী। রোববার দেশটির প্রতিরক্ষা শিল্প দফতরের (এসএসবি) প্রধান ইসমাইল দেমির এক টুইট বার্তায় এ কথা জানান।
তিনি বলেন, ‘এফ-১৬ ব্লক ৩০ বিমানের অবকাঠামোগত উন্নতি অব্যাহত রয়েছে। এই প্রকল্পে, প্রতি বিমানে এক হাজার দুই শ’ থেকে এক হাজার পাঁচ শ’ কাঠামোগত উপাদান নতুন করে তৈরি, সংস্কার ও প্রতিস্থাপনের কাজ করা হবে। প্রয়োজনে পুরো অবকাঠামোর পরিবর্তন করা হবে।’