এক লাখ ৮১ হাজার টাকা নিয়ে এফডিসি ছাড়ছেন মোল্লা
প্রায় পাঁচ দশক ধরে বিএফডিসিতে ঝালমুড়ি বিক্রি করা আবদুল মান্নান (মোল্লা) বাড়ি ফিরবেন। তার এই বাড়ি ফেরায় যেমন আনন্দ আছে, তেমনই আছে দুঃখ। কারণ তার শেষ সময়ে ছিল ভিন্ন আয়োজন।
এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে মোল্লার মুড়ি উৎস। এফডিসিতে দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী ধরে আব্দুল মান্নান মোল্লা মুড়ি বিক্রি করে আসছেন। তার মুড়ি খাননি এমন কোনো নায়ক-নায়িকা ও কলাকুশলী নেই। চলচ্চিত্রের দুর্দশায় সিনেমা নির্মাণের সংখ্যা কমে যাওয়া এবং এফডিসির ব্যস্ততা না থাকায় মোল্লার মুড়ি ব্যবসা চলছে না। জীবিকাও চালাতে পারছে না। ফলে সিদ্ধান্ত নিয়েছেন, এই ব্যবসা ছেড়ে দেশে চলে যাবেন। তার এই বিদায়কে কেন্দ্র করে তাকে সহায়তা করার জন্য এগিয়ে আসেন কয়েকজন তরুণ সাংবাদিক।