![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fed5108ff-c4dc-4076-a36b-c118057a1643%252Fgrafter_01.png%3Frect%3D0%252C105%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
হরিণের মাংসসহ বাবা-ছেলে গ্রেপ্তার
আজ দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ। গ্রেপ্তার দুজন হলেন রামপাল উপজেলার গোবিনাথপুর গ্রামের আবদুর রহমান শেখ (৫২) ও তাঁর ছেলে মোস্তাকিন শেখ (২৭)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হরিণের মাংস