অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার ভারতে অফিসিয়ালি লঞ্চ করল Poco M3। ফোনের প্রথম সেল শুরু হচ্ছে 9 ফেব্রুয়ারি ঠিক দুপুর 12টায়, শুধুমাত্র Flipkart-এ। Poco M3 হ্যান্ডসেটের 6GB RAM এবং 64GB বিল্ট-ইন স্টোরেজ ভ্যারিয়্যান্টসের দাম 10,999 টাকা। অন্য দিকে নয়া এই পোকো ফোনের টপ-এন্ড মডেল অর্থাৎ 6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টসের দাম 11,999 টাকা।
Poco M3 স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে ICICI Bank-এর ক্রেডিট কার্ড ইউজারদের জন্য থাকছে কিছু বিশেষ অফার। অতিরিক্ত 1000 টাকা ছাড় যেমন মিলবে, তেমনই আবার EMI-তেও থাকছে ডিসকাউন্ট। আর সেই ছাড়ের ফলেই ফোনের দাম 10,999 টাকা থেকে কমে হয়ে যাবে 9,999 টাকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.