You have reached your daily news limit

Please log in to continue


উত্তাল রাজ্যসভা, সুখেন্দু সহ সাসপেন্ড ৪ সাংসদ

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পর দিনই উত্তাল সংসদের উচ্চকক্ষ। কৃষি আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবার বিশৃঙ্খলার সৃষ্টি হয় রাজ্যসভায় (Rajya Sabha)। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় সহ চারজনকে। এরপর সাড়ে ১১টা নাগাদ অধিবেশন মুলতুবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইড়ু (M. Venkaiah Naidu)। তিন কৃষি আইন (Farm Law) বাতিলের দাবিতে এদিন শুরু থেকেই বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা রাজ্যসভায় সরব হন। কৃষক আন্দোলনের প্রসঙ্গ ঘিরে তুলকালাম চলে অধিবেশনে। এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চেয়ারম্যান একাধিক সাংসদকে সাসপেন্ড করেন। যার মধ্যে রয়েছেন তৃণমূলের সুখেন্দুশেখর রায়, CPIM সাংসদ এলারাম করিম, DMK-এর তিরুচি শিবা, RJD-র মনোজ ঝাঁ এবং BSP-র অশোক সিদ্ধার্থ। তাঁদের সকলের হাতেই সাসপেনশন নোটিশ ধরানো হয়েছে। এরপরই বিরোধীরা অধিবেশন বয়কট করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন