ইসরায়েল-কসোভোর কূটনৈতিক সম্পর্ক শুরু
ডনাল্ড ট্রাম্পের চেষ্টা সফল। ইসরায়েল ও কসোভোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শুরু হলো। কসোভোর পররাষ্ট্রমন্ত্রী মেলিজা হারাদিনাজ স্টুবলা এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাশকেনাজি সোমবার একটি ভার্চুয়াল সম্মলনের মাধ্যমে আনুষ্ঠনিকভাবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সূচনা করলেন।
দুই নেতাই এ বিষয়ে নথিতে সই করলেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ''আজ আমরা ইতিহাস তৈরি করলাম। আমরা কসোভো ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু করলাম।'' আর কসোভোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ''দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন একটি অধ্যায় লেখার কাজ শুরু হলো।