চীনের ওপর অবশ্যই চাপ প্রয়োগ করতে হবে যুক্তরাষ্ট্রের: সুলিভান
তাইওয়ানে চীনের আগ্রাসন ও হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয় চীনের ওপর যথাযথ চাপ প্রয়োগ করতে হবে। এক অনলাইন আলোচনায় এমনটিই বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের স্বায়ত্বশাসিত অঞ্চল হিসেবে দাবি করে আসছে চীন।
দুই কোটি ৪০ লাখ মানুষের এই গণতন্ত্র চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। সাত দশক ধরে সুই স্থানে আলাদা সরকার ব্যবস্থা চলমান আছে। সুলিভান বলেন, তাইওয়ানের পাশাপাশি হংকং ও উইঘুর মুসলিমদের অঞ্চল ঝিনজিয়াংয়েও আগ্রাসী ভূমিকায় আছে চীন। তার বিরুদ্ধে কঠোর হতে হবে যুক্তরাষ্ট্রকে। চাপ প্রয়োগ করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.