![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2016%2F02%2F16%2Fec222d2c7da18e1ca1a7e8fd74a54bc5-Rape-New-.jpg%3Fjadewits_media_id%3D65419)
কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর নেতাকে উপঢৌকন!
কক্সবাজারের ঈদগাঁওতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্রমিক নেতাকে উপঢৌকন দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুজন। ২৮ জানুয়ারি ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ২৯ জানুয়ারি রাতে ওই নেতাকে উপঢৌকন দিতে গিয়ে তারা গ্রেফতার হন।
এ ঘটনায় গত ৩০ জানুয়ারি কক্সবাজারের ঈদগাঁও থানায় মামলা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো, শ্রমিক নেতা জাফর আলম ওরফে খোরশেদ (৫৫) এবং আহমদ উল্লাহ (২৬)। অন্যান্য আসামিরা হলো, জলাল ওরফে টুক্কুইয়া (১৯) ও জাফর আলম (৪০)। ভুক্তভোগী কিশোরীর (১৫) বাড়ী মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের দক্ষিণ সুতুরিয়া এলাকায়।স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন,
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- উপঢৌকন
- কিশোরী ধর্ষণ