প্রায় দুই মাস ধরে ভারতীয় কৃষকদের টানা আন্দোলন নিয়ে প্রথমবারের মতো নীরবতা ভেঙে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বেতারে এক ভাষণে তিনি বলেছেন, প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকার ‘অপমান’ দেখে ‘গোটা দেশ স্তম্ভিত’। রয়টার্স ও আলজাজিরা।
মোদি সরকারের করা নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত বছর ডিসেম্বর থেকে ভারতের লাখো কৃষক টানা আন্দোলন করে আসছে। গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন বিক্ষোভরত কৃষকদের একাংশ ট্রাক্টর মিছিল নিয়ে রাজধানী দিল্লিতে ঢুকে পড়ে ঐতিহাসিক লাল কেল্লা প্রাঙ্গণে অবস্থান নেয়। পুলিশ তাদের বাধা দিতে গেলে উভয়পক্ষের সংঘর্ষ হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.