![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F02%2F01%2Fhelth-minister.jpg%3Fitok%3DNUZQ19HK)
বাংলাদেশ সবচেয়ে কম দামে করোনার টিকা পাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ সবচেয়ে কম দামে করোনাভাইরাসের টিকা পাচ্ছে বলে আজ সোমবার জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সিরাম ইনস্টিটিউট থেকে ভারত সরকার যে দামে টিকা কিনবে, চুক্তি অনুযায়ী সেই দামে বাংলাদেশও টিকা পাবে।
করোনা ব্যবস্থাপনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশ করোনা মোকাবিলায় ভালো করছে। তিনি জানান, আগামী পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রায় দ্বিগুণ হচ্ছে স্বাস্থ্য খাতের বাজেট।