বাজারে ঢুকে পড়ল ভয়ঙ্কর বিষধর ‘কিলব্যাক’ সাপ
মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার পুরান বাজার থেকে কলুব্রিডি প্রজাতির দুর্লভ মারাত্মক বিষধর লালডোরা ‘ব্রেড নেকড কিলব্যাক’ সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপটিকে শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে।
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানিয়েছেন, উপজেলার পুরান বাজার থেকে সোমবার ভোরে লোকজনরা খবর দেয় একটি সাপ বাজারে ঢুকে পড়েছে। লোকজন সাপটিকে মারতে তাড়া করে। এ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে অতি কৌশলে এ সাপটি ধরা হয়।