![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F18%2Fsabrina.jpg%3Fitok%3Dyn43bssO)
ডা. সাবরীনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ
ডা. সাবরীনার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে প্রতারণার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ আজ সোমবার এই দিন নির্ধারণ করেন।
গত বছরের ৩০ আগস্ট ডা. সাবরীনার বিরুদ্ধে মামলা করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। এরপর ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে গত বছরের ২২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ২০ হাজার টাকা মুচলেকায় ডা. সাবরীনার জামিনের আদেশ দেন।