ছেঁড়াদিয়া দ্বীপে পর্যটকের যাতায়াত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আজ সোমবার ঢিলেঢালা ধর্মঘট চলছে। সেন্ট মার্টিনের বিভিন্ন ব্যবসায়িক সংগঠন গতকাল রোববার থেকে এই ধর্মঘট পালন করছে।
সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ ও সার্ভিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম জানান, ধর্মঘটের প্রথম দিন গতকাল রোববার সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের ভোগান্তির কারণে কিছুটা কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের দুর্ভোগ ও স্বার্থের কথা বিবেচনা করে ভ্যানগাড়ি, অটোরিকশা (টমটম) ও খাবার হোটেল (রেস্টুরেন্ট) ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। তবে বন্ধ রাখা হয়েছে সার্ভিস বোট, দোকানপাট, স্পিড ও গামবোট।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.