পানির তলায় হারিয়ে যাওয়া ভুতুড়ে গ্রামের দেখা মিলল ২৬ বছর পর
এক ভুতুড়ে গ্রাম। এই গ্রামটি পানির নিচে রয়েছে প্রায় ৭৩ বছর ধরে। ভাবছেন তা কীভাবে সম্ভব। একটা গোটা গ্রাম কীভাবে পানির নিচে থাকতে পারে। অবশ্বাস্য হলেও এটাই সত্যি। এই গ্রামটি ইতালিতে অবস্থিত। এই গ্রামটিতে প্রায় ২৬ বছর ধরে পানির নিচে ডুবে আছে। শেষবার এই গ্রামটিকে ১৯৯৪ সালে দেখা গিয়েছিল।
ফ্যাব্রিশ ডি ক্যারিন নামের এই গ্রামটি ইতালির টাস্কানি প্রদেশের 'লুক্কা' নামের অঞ্চলে অবস্থিত। এই গ্রামটি ১৯৪৭ সাল থেকেই ভাগলী ঝিলের তলায় রয়েছে। ৭৩ বছর ধরে পানির নিচে থাকা ফ্যাব্রিশ ডি ক্যারিন নামের এই গ্রামটিকে এখনো পর্যন্ত ১৯৫৮,
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- গ্রাম
- পানির নিচের শহর