অকালে চুল পেকে যাচ্ছে? জেনে নিন করণীয়
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৯
নারকেল তেলরাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে চুলে নারকেল তেল ম্যাসাজ করুন। পরদিন সকালে চুল ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। সপ্তাহে তিনদিন ব্যবহার করুন এভাবে।আদাপ্রতিদিন আদা খেলে চুল পাকবে না। ১ চা চামচ আদা কুচি ১ টেবিল চামচ মধুর সঙ্গে মিশিয়ে খান।আমলকীপ্রতিদিন আমলকী খেলেও চুলের স্বাস্থ্যের উন্নতি হবে।
আমলকী চিবিয়ে খাওয়ার পাশাপাশি খেতে পারেন জুস। সপ্তাহে একবার চুলে আমলা তেল লাগালেও কাজ হবে।ঘি ঘি চুলে লাগালে চুল সাদা হবে না। সপ্তাহে দুইবার ঘি দিয়ে চুলের গোড়া ম্যাসাজ করুন। পেঁয়াজপেঁয়াজের রস চুল ভালো রাখার পাশাপাশি চুল পাকতে দেয় না। সপ্তাহে দুইবার চুলের গোড়ায় পেঁয়াজের রস ভালোভাবে ঘষুন।