![](https://media.priyo.com/img/500x/https://www.dailyinqilab.com/news_original/1612155958_psycho.jpg)
সাইকোলজিক্যাল থ্রিলার ছবিতে অনির্বাণ
ইনকিলাব
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৫
‘ড্রাক্যুলা স্যর’-এর পর ফের এসভিএফ প্রযোজনা সংস্থার ব্যানারে কাজ করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। ছবির নাম ‘সাইকো’। পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। অর্থাৎ ‘বিবাহ অভিযান’-এর পর আবার বিরসার সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সিনেমার নামেই গল্পের ইঙ্গিত মিলল। এই ছবি সাইকোলজিক্যাল থ্রিলার।
গল্পটা কীরকম? পরিচালকের কথায়, পরিকল্পনা করে একটা শহরের বেশ কিছু পুলিশকে অপহরণ করা হয়। তার দিন কয়েক পরই অপহূত সেই পুলিশদের মৃতদেহ উদ্ধার হয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে। আর অপহৃত ব্যক্তিদের বয়সটাও প্রায় সবার একই।