![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F5b400807-9717-418c-8dcc-b05b8ef68293%252F76835195_682416095918434_2599381460253114434_n.jpg%3Frect%3D0%252C0%252C1064%252C559%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বলিউড তারকাদের নিয়ে যা বললেন শ্রুতি
বয়সের ক্যালেন্ডারে আরও এক বছর যোগ হলো দক্ষিণ ভারতীয় তারকা শ্রুতি হাসানের। ৩৫তম জন্মদিনে শ্রুতি পেলেন তাঁর জীবনের সেরা উপহার। জন্মদিনে ইনস্টাগ্রামে গিয়ে দেখলেন, আর্টিস্ট প্রেমিক শান্তনু হাজারিকা একটি রোমান্টিক ছবি পোস্ট করে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। টুইটারে গিয়ে দেখলেন, অপেক্ষা করছে আরও বড় চমক।
আর এখন পর্যন্ত সেটিই নাকি এই কলিউড তারকার (তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রি) জন্মদিনের সেরা উপহার। শ্রুতির জন্মদিনে দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাস লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা নিয়ো। তুমি চাইলে “সালার”–এ আমরা একসঙ্গে কাজ করতে পারি।
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড তারকা
- অভিজ্ঞতা
- শ্রুতি হাসান