![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F12bb7991-8702-4f11-ac5b-2bd5a2900a13%252FDesert.jpg%3Frect%3D26%252C0%252C2453%252C1288%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মরুভূমির দিনরাত
প্রথম আলো
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৮
ঘুরে বেড়াতে ভালোবাসেন না, এমন বাঙালির সংখ্যা সত্যিই খুব কম। সুজলা সুফলা শস্য শ্যামলা দেশের নাগরিক এই বাঙালিকে তাই আজ পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন কোনায়।
এই ভ্রমণপিয়াসী বাঙালির পছন্দের তালিকায় যেমন পাহাড়, জঙ্গল, সমুদ্র রয়েছে, তেমনই রয়েছে মরুভূমি। ‘দুরন্ত আশা’ কবিতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘ইহার চেয়ে হতেম যদি/ আরব বেদুয়িন!/ চরণতলে বিশাল মরু/ দিগন্তে বিলীন’।
- ট্যাগ:
- ভ্রমণ
- মরুভূমি
- ঘুরে বেড়ানো