![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F31%2Fc1f2beb93b1c6b991ae82eefa450e2ff-6016d14514eea.jpg%3Fjadewits_media_id%3D711025)
ভ্যাকসিন সরবরাহে বিলম্ব, আইনি পদক্ষেপের হুমকি জার্মানির
চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে ভ্যাকসিন সরবরাহ করতে না পারায় কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে জার্মান সরকার। অ্যাস্ট্রাজেনকার কাছ থেকে সরবরাহে বিলম্ব নিয়ে উত্তেজনার মধ্যেই এ ঘোষণা দিলো জার্মানি।