নাচে-গানে খুমিদের জুম ফসলের নবান্ন উৎসব

জাগো নিউজ ২৪ বান্দরবান প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১, ২১:৫৩

বান্দরবানে জুম ফসলের নবান্ন উৎসব পালন করেছে খুমি জনগোষ্ঠী। রোববার (৩১ জানুয়ারি) রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে সাংকিং পাড়ায় এ উৎসব পালিত হয়। জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের (কেএসআই) আয়োজনে এ উৎসবে অংশ নেন তারাছা এলাকার কয়েকটি খুমি পাড়ার বাসিন্দারা।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সিংঅং খুমি। তিনি বলেন, জুম ধান কাটার শেষে নতুন ফলমূল ও বিনি চাল দিয়ে নবান্ন উৎসব পালন করা হয়ে থাকে। এ সময় পাড়ার ছেলেমেয়ে ও বয়োবৃদ্ধ সবাই একসঙ্গে আনন্দ-উৎসব করে। তিনি আরও বলেন, আমাদের জুমচাষের জমি নির্বাচন থেকে শুরু করে বীজ রোপণ ও ধান কাটা পর্যন্ত নানান প্রক্রিয়া রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও