![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/01/31/xiaomi-showroom-reuters-310121-01.jpg/ALTERNATES/w640/xiaomi-showroom-reuters-310121-01.jpg)
‘শনাক্ত ও চিকিৎসা’য় সক্ষম স্মার্ট গ্লাসে পেটেন্ট শাওমির
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১, ২০:১৯
নতুন স্মার্ট গ্লাসের পেটেন্ট নিয়েছে চীনা ফোন নির্মাতা শাওমি। পেটেন্টের নথি বলছে, স্মার্ট গ্লাসটির ‘শনাক্ত ও চিকিৎসা’ করার মতো সক্ষমতা থাকবে।
পেটেন্টের নথি আরও বলছে, স্মার্ট গ্লাসটি ‘থেরাপিউটিক’ তরঙ্গ পাঠাতে পারবে। এরকম তরঙ্গের মধ্যে ‘আলো নির্ভর থেরাপি’ তরঙ্গ এবং ‘শব্দ তরঙ্গ’ থাকবে। গিজমোচায়নার প্রতিবেদন বলছে, এ ধরনের তরঙ্গ মস্তিষ্কের রোগ বা চোখের অবসাদ দূর করার চিকিৎসায় ব্যবহৃত হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে