![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2020%2F06%2F23%2Fae9d77287580b5cbd5edbf5583f9c79c-5ef17cff3c67c.jpg%3Fjadewits_media_id%3D675072)
হাসপাতালের ভুলে গর্ভবতীকে জোরপূর্বক গর্ভপাতের চেষ্টা, অবশেষে সন্তানের মৃত্যু
মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক রোগীর পরিবর্তে অন্য রোগীকে ভুল করে গর্ভপাত করার চেষ্টা করে হাসপাতাল। পরে বিষয়টি বুঝতে পেরে গর্ভপাত না করালেও ওই গর্ভবতী নারী অসুস্থ হয়ে পড়েন। অবশেষে ভুক্তভোগী জিয়াসমিন আক্তারের গর্ভের সন্তানের মৃত্যু হয়।