মির্জাপুরে পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় ওসিসহ ৫ আহত
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের আম্মাতুন্নেছা কিন্ডার গার্টেন স্কুল কেন্দ্রে পরাজিত কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ দেড় শতাধিক গ্রামবাসীর নামে মামলা দায়ের করেছে মির্জাপুর থানা পুলিশ। ওই হামলায় মির্জাপুর থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে ওই কেন্দ্রের ভোট গণনা শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীদের সমর্থকরা ওই এলাকার সওদাগড় পাড়ার চাররাস্তার মোড়ে রাস্তায় গাছ ফেলে বেরিকেড সৃষ্টি করে। পুলিশ বেরিকেড সরাতে গেলে পরাজিত প্রার্থীদের সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু, উপপরিদর্শক (এসআই) আজিম খান, গাড়ির চালক কনস্টেবল হেলাল মিয়া, কনস্টেবল মাহমুদুল ও মোশারফ হোসেন আহত হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.