করোনা ভ্যাকসিন আসার পর থেকেই যেন সব পরিস্থিতি বদলে যেতে শুরু করেছে। সীমিত পরিসরে আগে সব কিছু শুরু করা হলেও এবার সবকিছুকে স্বাভাবিক করারই উদ্যোগ নিয়েছে করোনার ভ্যাকসিন প্রয়োগকারী দেশগুলো। এর মধ্যে রয়েছে ভারতও। তারা ঘোষণা দিয়েছে, এবার স্টেডিয়ামগুলোতে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দেবে।
নিঃসন্দেহে ভারতের ক্রীড়াপ্রেমী মানুষের জন্য এটা বড় এক সুখবর। আউটডোর গেমস যেমন- ক্রিকেট, ফুটবল, হকি, টেনিসসহ সব খেলার ক্ষেত্রে স্টেডিয়ামে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিল ভারতের কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা নতুন নির্দেশিকায় একথা জানানো হয়েছে। ফলে মাঠে দর্শকদের প্রবেশে আর কোনও বাধা রইলো না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.