নেপালে মেরে ফেলা হলো হাজারো হাস-মুরগি
বার্ড ফ্লুর কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে কয়েক হাজার হাস-মুরগি ও পাখিজাতীয় জীবকে মেরে ফেলা হয়েছে। দেশটির কৃষি ও পশুপাখিবিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়, নেপালের রাজধানীর তারকেশ্বর মিউনিসিপালিটি-৭ এলাকায় একটি ফার্মে এই ফ্লু শনাক্ত করার পর ১৮৬৫টি হাস, ৬২২টি কোয়েল, ৩২টি মুরগি ও ২৫টি টার্কি মুরগি মেরে ফেলা হয়েছে।