লালপুরে ঘনকুয়াশা ও শৈতপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
তাপমাত্রা বাড়লেও নাটোরের লালপুরে কমেনি শীতের দাপট। সকাল থেকে ঘনকুয়াশা ও হারকাপানো তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলে মানুষের জীবন।ঘনকুয়াশায় ঢাকাছিলো চারিপাশ রাস্তা গুলি ছিলো ফাকা। দুই একটা যানবাহন চলাচল করলেও ধীরগতিতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
এদিকে শীতের তীব্রতার কারনে দিনমজুরসহ নিন্ম আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যাত্রি না থাকায় রিক্সা ও ইজিবাইক চালকরা কর্মহীন হয়ে পড়ছেন। ঠান্ডায় বৃদ্ধরা নিয়মিত নামাজ আদায় করতে বা বাড়ির বাহিরে আসতে পারছেননা। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় জুবুথুবু হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা।হাসপাতাল গুলিতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।