৪৬টিতে আওয়ামী লীগ, বিএনপি ৩, স্বতন্ত্র ১৪
প্রথম, দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপেও নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। ব্যালটে অনুষ্ঠিত এবারের ভোটে বেশিরভাগ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ভোট অনিয়ম ও কারচুপির অভিযোগ বিএনপিসহ স্বতন্ত্র প্রার্থীদের বড় একটি অংশ ভোট বর্জন করেছে। তবে প্রথম ও দ্বিতীয় ধাপের চেয়ে তৃতীয় ধাপেরও ভোটে সংঘর্ষ এবং সহিংসতার ঘটনা বেশি হয়েছে।
গতকাল তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোট হয়েছে। একটি পৌরসভায় তিন পদে সবাই আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোটের প্রয়োজন হয়নি। সেই হিসাবে ৬৩ পৌরসভায় ফলাফলে আওয়ামী লীগ জয় পেয়েছে ৪৬টিতে। এরমধ্যে তিন জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। এ ধাপে বিএনপির প্রার্থী মেয়র হয়েছেন তিন জন। স্বতন্ত্র মেয়র হয়েছেন ১৪ জন; তবে স্বতন্ত্রদের সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।