ভ্যাকসিন কর্মসূচিতে ইসরাইলের চমকপ্রদ সফলতা
ইসরাইলে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে, ইসরাইল সরকার, তাদের টিকাদান কর্মসূচিকে অত্যন্ত সফল করে তুলেছে I ইসরাইলি স্বাস্থ্য কর্মকর্তারা ফাইজার ভ্যাকসিনের ব্যবহার ৯২% কার্যকর বলে দাবি করেছেন I ফাইজার গ্রূপটির জন্য নিঃসন্দেহে এটি অত্যন্ত সুসংবাদ, কারণ ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে জনগণ যেখানে দ্বিধাবিভক্ত I তারা জানান, নুতন প্রজাতির 'বৃটেন ভাইরাসের' বিরুদ্ধেও তা সফল হতে চলেছে I
ইসরাইল, বর্তমানে ফাইজার ভ্যাকসিনের ল্যাবে পরিণত হয়েছে I ইসরাইল, বহু আগে থেকেই এসব ভ্যাকসিন সহজলভ্য করে এবং তাদের সফলতা ফাইজার সংস্থার সঙ্গে শেয়ার করতে সম্মত হয় I