You have reached your daily news limit

Please log in to continue


আফিফের কাছে হারল মোসাদ্দেক

দুই দলেই আছে বাংলাদেশী ক্রিকেটার। গতকাল দুবাইতে টি-টেন লিগের মূল লড়াইয়ে মোসাদ্দেক হোসেনরা ৬ উইকেটে হারলেন আফিফ হোসেনদের কাছে। মারাঠা অ্যারাবিয়ান্সের অধিনায়ক মোসাদ্দেক। এই দলে আছেন বাংলাদেশের আরো দুই ক্রিকেটার-সোহাগ গাজী আর মুক্তার আলি। প্রতিপক্ষ দল বাংলা টাইগার্সে আফিফ। মোহাম্মদ হাফিজের ৬১ রানে বিনা উইকেটে ১০৩ রান করে মারাঠা। ৮ ওভারেই তা তাড়া করে টাইগার্স। আফিফ দু’টি ছক্কা ও এক চারে ১০ বলে ২২ রান করেন। মুক্তার আলি ও সোহাগ গাজী একটি করে উইকেট নেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন