বিধানসভা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় আসবেন তিনি। সেখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। প্রধানমন্ত্রীর সফরের আগে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার হলদিয়ায় যাবেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে হলদিয়া স্থিত IOC, BPCL সহ একাধিক তেল সংস্থা। শনিবার দুপুরে এই মর্মে একটি জরুরি বৈঠকও ডাকা হয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা, IOC-র এক্সিকিউটিভ ডিরেক্টর, হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান, ইনল্যান্ড ওয়াটারওয়েজের কর্তাদের। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নীল নকশা কী হবে আগামীকাল সে বিষয়ে তেল সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক সারবেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.