You have reached your daily news limit

Please log in to continue


দর্শনায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা নির্বাচনে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. হাবিবুর রহমান বুলেট। শনিবার দুপুর ১২টার দিকে শহরের টিপু তরফদারের বাড়ির পাশে তার নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. হাবিবুর রহমান বুলেট সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর আমার কর্মী সমর্থকরা বিধি মোতাবেক পৌরসভার সবগুলো ওয়ার্ডে ব্যানার ও পোস্টার ঝুলান। কিন্তু ১২ জানুয়ারি সরকারদলীয় লোকজন আমার সকল ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেন। এছাড়া নির্বাচনী প্রচারণা শুরু থেকে বিভিন্ন মহল্লায় সরকারদলীয় লোকজন আমার নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন