![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Ff605e6f1-5f4e-46c6-b898-da96832ee8c9%252F18055717_1118166908293006_8548305386542695220_o.jpg%3Frect%3D0%252C71%252C1899%252C997%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
আমি প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী বিসিএস ক্যাডার
চোখের আলো নেই, তবে মনের আলো আর মনের জোরে উচ্চশিক্ষা নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ে। ৩৪তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হওয়ার গল্পটাও অনন্য। মাহবুবুর রহমান বর্তমানে সিলেট টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক। তাঁর মতো দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের এগিয়ে নিতে গড়ে তুলেছেন সাংস্কৃতিক সংগঠন গঙ্গাপদ্মা শিল্পীগোষ্ঠী।