![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/01/29/og/163105_bangladesh_pratidin_Netrakona-Pic-Horse.jpg)
বিলুপ্ত ঘোড়ার গাড়িই শ্রবণ প্রতিবন্ধী শাহিনের ভরসা
শ্রবণ প্রতিবন্ধী শাহিন মিয়ার কথা মানুষ ঠিকমত বুঝতে না পারলেও তাতে কি! প্রিয় ঘোড়াটি ঠিকই বুঝে তার ইশারা ইঙ্গিত! ঘোড়া ঠিকই গাড়ি টেনে নিয়ে চলে দিগ দিগন্তে। জোগায় পরিবারের আহার। গাড়ি চালাতে শাহিন মিয়ারও কোন সমস্যা হয় না।
এই শাহিন মিয়ার বাড়ি নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের গোগ গ্রামে। তার সংসারের আয়ের উৎস একটি মাত্র ঘোড়ার গাড়ি। সারাদিন গাড়ি চালিয়ে যা পান তা দিয়েই তার সংসার চলে। তবে প্রতিদিন কাজ পাওয়া যায় না। কখনো কখনো বসে থাকতে হয় সাথী ঘোড়াকে নিয়ে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পরিবার
- শ্রবণ প্রতিবন্ধী
- ঘোড়ার গাড়ি