সমকামিতার অপরাধে দুই যুবককে প্রকাশ্যে ৮০ বেত্রাঘাত
সমকামিতায় লিপ্ত হওয়ার অপরাধে ইন্দোনেশিয়ায় দুই যুবককে প্রকাশ্যে ৮০ বার বেত্রাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জানা যায়, গত নভেম্বর মাসে অভিযুক্ত ওই দুই যুবককে একই ঘরে অর্ধনগ্ন অবস্থায় দেখে ফেলে তাদের বাড়ির মালিক।
এরপরই প্রশাসনের কাছে খবর যায় এবং দু’জনকেই গ্রেফতার করা হয়। দেশটিতে শরিয়ত আইন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রকাশ্যেই তাদের বেত্রাঘাত করা হয়। সেখানে দর্শকের আসনে হাজির ছিল তাদের পরিবারের সদস্যরাও। ছেলেকে শাস্তি দেয়ার দৃশ্য দেখে জ্ঞান হারায় এক যুবকের মা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.