পরিত্যক্ত কলা গাছ দিয়ে তৈরি হচ্ছে সুতা
রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের এস কে আবু সাঈদ সাবু, উচ্চ শিক্ষিত। তবে বেকার যুবক। তার বেকার জীবনকে কাজে লাগিয়ে পরিত্যক্ত কলা গাছ দিয়ে উন্নতমানের সুতা তৈরি করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আর সাবু এখন সফল একজন উদ্যোক্তা।
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সুতা তৈরির পাশাপাশি কলাগাছের ডাস্ট দিয়ে কাগজ, মশার কয়েল, জৈব সার, মাছের খাবার এমনকি রস দিয়ে তারপিন ও অ্যাসিড সোডা উৎপাদন করা সম্ভব বলেও জানান তরুণ এই উদ্যেক্তা।