কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দার্জিলিংয়ে ৩ ডিগ্রি, কলকাতায় ১২.৭, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত শীতের আমেজ রাজ্যে

আনন্দবাজার (ভারত) দার্জিলিং প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ১২:৫০

ডিসেম্বর জুড়ে লুকোচুরি খেললেও, জানুয়ারির শেষে রীতিমতো স্লগ ওভারের ব্যাটিং চালিয়ে যাচ্ছে শীত। শুক্রবার কলকাতায় তাপমাত্রার পারদ আরও কিছুটা নামল। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা যেখানে ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল, শুক্রবার তা আরও কমে ১২.৭ ডিগ্রি হয়েছে, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কমই। কলকাতার পাশাপাশি, জেলাগুলিতেও এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটা। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রিতে।

শিলিগুড়ি এবং কোচবিহারে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলপাইগুড়িতে। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাজ্য জুড়েই শীতের আমেজ বজায় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও