কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পঞ্জাবের ৪০টি চাল, গমের গুদামে সিবিআই হানা, প্রজাতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভের জেরেই কি অভিযান?

আনন্দবাজার (ভারত) পাঞ্জাব প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ১২:১৫

পঞ্জাবে চাল ও গমের গুদামগুলিতে আচমকা হানা দিল সিবিআই। রাজ্যের ৪০টি গুদামে মজুত করে রাখা চাল ও গম বাজেয়াপ্ত করা হল। বৃহস্পতিবার রাত থেকে সিবিআই-এর ওই অভিযানে সঙ্গে নেওয়া হয়েছে আধাসামরিক বাহিনীর জওয়ানদেরও। এর ফলে প্রশ্ন উঠছে, কৃষি আইনের প্রতিবাদে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষক বিক্ষোভের জেরেই কি এই হানা?

সিবিআই-এর অভিযান মূলত চালানো হয়েছে ‘পঞ্জাব গ্রেন্‌স প্রকিওরমেন্ট কর্পোরেশন (পানগ্রেন)’ ও ‘পঞ্জাব ওয়্যারহাউসিং’-এর গুদামগুলিতে। সিবিআই অভিযান চালিয়েছে পঞ্জাবে ‘ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া’ (এফসিআই)-র কয়েকটি গুদামেও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও