![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F3175ea6f-1dbc-4b2e-8477-1909d146b01c%252Fnator.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বাগাতিপাড়ার মেয়র সাময়িক বরখাস্ত
সরকারি দায়িত্ব পালন না করা, জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ না করা ও এডিপির অর্থ ব্যয়ে অনিয়ম করাসহ নানা অভিযোগে নাটোরের বাগাতিপাড়া পৌরসভার মেয়র মোশাররফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পৌরসভা থাকা না–থাকা নিয়ে উচ্চ আদালতে মামলা ঝুলে থাকায় নির্বাচন না করেও তিনি টানা ১৬ বছর একই পদে বহাল ছিলেন।
স্থানীয় সরকার বিভাগ ২১ জানুয়ারি মোশাররফ হোসেনকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করলেও গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি সংশ্লিষ্ট মেয়রের নজরে আসে। মোশাররফ হোসেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়কও।