আ.লীগের পথের কাঁটা ‘বিদ্রোহী’, বিএনপিতে কাঁটা দলীয় বিভক্তি

প্রথম আলো আখাউড়া প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ১০:০০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভোট সামনে রেখে ভোটার, নির্বাচনী কার্যালয় ও চায়ের টেবিলে এখন নির্বাচনী আলোচনা সরগরম। মেয়র পদে কে জিতবেন, কার ‘ফিল্ড’ শক্তিশালী, কে চমক দেখাবেন—আলোচনা মূলত এটি ঘিরেই। আখাউড়া পৌর নির্বাচনে বিএনপি একক প্রার্থী দিলেও আওয়ামী লীগের প্রার্থী তিনজন। এর একজন দলীয় মনোনীত প্রার্থী এবং দুজন স্বতন্ত্র পদে দাঁড়ানো ‘বিদ্রোহী’ প্রার্থী। দুটি দলই নিজ দলে বিভেদকেই জয়ের পথে বড় কাঁটা হিসেবে দেখছে।

আখাউড়া পৌরসভায় মোট ভোটার ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩১ জন ও নারী ভোটার ১৪ হাজার ৬৭৯ জন। এবারের পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী (নৌকা প্রতীক) তাকজিল খলিফা। আর বিএনপির মনোনীত মেয়র প্রার্থী (ধানের শীষ) জয়নাল আবেদীন ওরফে আব্দু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও