![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fwinter2-20210129083420.jpg)
কুড়িগ্রামে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
কুড়িগ্রামে চলমান রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারি মাসে আরও দুটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস। এতে ঘন কুয়াশা, ঠান্ডা বাতাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জন-জীবন।
দিনের বেলা সামান্য কিছু সময় সূর্যের দেখা মিললেও অধিকাংশ সময়ই মিলছে না সূর্যের দেখা। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে ঠান্ডায় নাকাল খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষরা।