জুমার দিনে যে আমলে এক বছরের নফল ইবাদতের সওয়াব হয়
নয়া দিগন্ত
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ০৮:২৩
জুমার দিন আল্লাহতায়ালার পক্ষ থেকে অনেক বড় একটি নেয়ামত। এ দিনকে সাইয়িদুল আইয়াম বা সমস্ত দিনের সরদার বলা হয়। এ দিনে ইবাদতের নির্দেশ ও গুরুত্ব তুলে ধরে মহান আল্লাহতায়ালা বলেন, মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ করে দাও। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। অতঃপর নামাজ শেষে পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহ তায়ালার অনুগ্রহের সন্ধান কর ও আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। (সুরা জুমআ, আয়াত ৯-১০)
- ট্যাগ:
- ইসলাম
- ইসলাম
- আমল-ইবাদত
- জুমআ
- জুমআর নামাজ